রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫ জন করোনা পজিটিভ হয়ে এবং ৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
এর আগের ২৪ ঘণ্টায় রাজশাহীতে সব রেকর্ড ভেঙে করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে একদিনে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়।
শনিবার রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ৮ জনের জনের মধ্যে ৫ জন করোনা পজিটিভ রোগী ছিলেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩ জন ও রাজশাহীর ২ জন রয়েছেন। এছাড়া ৩ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর তাদের নাম করোনা পজিটিভ হয়ে মৃত্যুর তালিকায় ওঠানো হবে। তবে মৃতদের সবার মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশ দেওয়া হয়েছে।