English

22 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

শিবগঞ্জের উন্নয়নে ধারাবাহিতকতা বজায় রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই: এম. পি জিন্নাহ্

- Advertisements -

বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাচন এলাকার জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস প্রেসিডেন্ট এবং বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শরিফুল ইসলাম জিন্নাহ বলেছেন, বর্তমান সরকার গোটা বাংলাদেশে উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছে। করোনা কালীন সময়ে গোটা বিশ্ব অর্থনৈতিক ভাবে বিপর্যয় নেমে আসলেও বাংলাদেশ এই দুর্যোগ মোকাবেলা করে অর্থনীতির গতিকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে এনেছেন।

বিগত সরকারের আমলে বাংলাদেশে সীমাহীন দুর্নীতি ও নিজেদের সম্পদ বাড়াতে প্রতিযোগিতায় নেমেছিলেন জাতীয় নেতারা। বর্তমান সরকারের সময় দুর্নীতি প্রতিরোধে সরকার দুর্নীতি দমন কমিশন গঠন করে বাংলদেশকে দুর্নীতি মুক্ত করার লক্ষে কাজ করে যাচ্ছেন। স্বাধীনতার যুদ্ধের পরবর্তী সময় দেশের উন্নয়নের ধারা গতিশীল রাখতে এবং যোদ্ধাবিধ্বস্ত দেশকে ঢেলে সাজানোর বিভিন্ন পদক্ষেপ গ্রহন করে বাংলাদেশকে সোনার বাংলা রূপান্তর করার প্রাক কালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে।

এই হত্যার মাধ্যমে দেশের উন্নয়নের ধারা কে রুদ্ধ করে একটি ক্ষমতা লোভী দল দেশ পরিচালনার দায়িত্ব ভার গ্রহণ করে সীমাহীন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে দেশের অর্থ লুটেপুটে খেয়েছেন। পক্ষান্তরে বর্তমান সরকারের সময়ে এই উপজেলায় ৪২টি বহুতল ভবন সমৃদ্ধ একাডেমিক ভবন সহ স্কুল, কলেজ নির্মাণ করা হয়েছে। নতুন করে এই উপজেলায় প্রায় শতাধিক কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। আপনাদের এই অবহেলিত মাঝিহট্ট ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার কিছুই ছিল না। বর্তমান সরকারের আমলে এই মাঝিহট্টে প্রায় ২০ কি: মি: পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। আপনাদের এলাকায় বিদ্যুৎ ছিলনা।

আমি সংসদ সদস্য নির্বাচিত হবার পরে আপনার এলাকায় শত ভাগ বিদ্যুতের ব্যবস্থা করেছি। বর্তমানে মাঝিহট্ট ইউনিয়নের কেলুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কি:মি নতুন সংযোগ রাস্তা ও পিরব ইউনিয়নের মোরাইল ত্রিমহনী হতে পুলকলি হাট হয়ে মাঝিহট্ট স্কুল পর্যন্ত আরো এক কি:মি নতুন রাস্তা ১ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে ২টি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। ভবিষ্যতে দুদাহার হইতে খেউনী পর্যন্ত এবং বুড়িগঞ্জ থেকে ছাতরা পর্যন্ত সড়ক সংস্কার করা হবে।

তিনি সোমবার নলডুবি তিন মাথা মোড়ে নির্মাণ কাজ উদ্বোধনী শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাঝিহট্ট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, উপজেলা প্রকৌশলী সিয়াদুল ইসলাম, সাবেক জেলা রেজিষ্ট্রার এস্কেন্দার আলী, উপজেলা জাতীয় পার্টি সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক হুসাইন শরীফ সঞ্চয়, ইউনিয়ন জাতীয় পার্টি নেতা নজরুল ইসলাম, শ্যামল চন্দ্র, যুব সংহতির সদস্য সচিব ফজলুর বারী, ছাত্র সমাজ নেতা গোলাম মোস্তফা, খোকন মিয়া প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন