বগুড়ার টিএমএসএস পাবলিক স্কুলের ৭ম শ্রেণির মেধাবী ছাত্র ও বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বড় ধাওয়াকোলা গ্রামের মোঃ মমিনুল ইসলামের পুত্র মোঃ মাসফিয়াত হাসান মাহী,বয়স ১৫ বছর ২১/২/২০২১ ইং(রবিবার) সকাল ৮ টায় বগুড়ার জয়পুর পাড়া বাসা থেকে আর ফিরে আসেনি।
কেউ যদি ছেলেটির সন্ধান পান দয়া করে নিম্নে মোবাইল নং এ 01717359618(মামা) 01712508399(বাবা) যোগাযোগ করতে তার পরিবারে পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।
নিকট আত্নীয় স্বজনসহ কোথাও ছেলেটির সন্ধ্যান না পাওয়ায় তার পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
যাহার নং ১১৩৫ তারিখঃ ২১/০২/২০২১ ইং।