English

17 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

বগুড়ায় মাসব্যাপী তাঁত-বস্ত্র ও কুটির শিল্প পণ্য মেলার উদ্বোধন

- Advertisements -

বগুড়ায় মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্ত কুঠিরশিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫ টায় শহরের মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তাঁত বস্ত্র ও কুটির শিল্প পণ্য মেলার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক।

এসময় তিনি বলেন, করোনার সাথে মিলেমিশেই আমরা বাস করছি। নিশ্চিত করে বলা যাচ্ছে না করোনা কমে গেছে, যেকোন সময় আবারও শংক্রমন বাড়তে পারে। তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সকলকে মাস্ক পরিধানের নির্দেশনা প্রদান করেছেন। আমাদের সকলকে সেই নির্দেশনা মেনে চলতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান রাখা, অর্থনীতির চাকা সচল রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনেই তাঁতবস্ত্র মেলা পরিচালনা করতে হবে। বগুড়া প্রেসক্লাবের ভবন নির্মাণে তহবিল সৃষ্টির উদ্দেশ্যে মেলার আয়োজনের সফলতা কামনা করেন তিনি।

স্বাস্থ্য বিধি মেনে বগুড়া প্রেসক্লাবের আয়োজনে প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্ট এর ব্যবস্থাপনায় মেলা শুরু হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাব সভাপতি মাহমুদুল আলম নয়ন। বগুড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আরিফ রেহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, মোহাম্মদ আলী হাসপাতালের তত্বাবধায়ক ডা: এটিএম নুরুজ্জামান, বগুড়া চেম্বার অব কমার্স সভাপতি মাসুদুর রহমান মিলন সিআইপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনিচ্ছুজ্জামান মিন্টু, বগুড়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জেএম রউফ, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, এসএম কাওছার, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, সাজ্জাদ হোসেন পল্লব, কোষাধ্যক্ষ কমলেশ মোহন্ত সানু, দপ্তর সম্পাদক শফিউল আজম কমল, পাঠাগার সম্পাদক এইচ আলিম, নির্বাহি সদস্য তানসেন আলম, ফরহাদুজ্জামান শাহী, প্রবীর মোহন্ত, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি মমিনুর রশিদ সাইন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্ট এর আঙ্গুর মিয়া ও শাহীন প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন