বগুড়ায় ‘ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি’র পক্ষ থেকে ৩১ শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে এক ব্যতিক্রমী মানববন্ধন ও র্র্যলী পালিত হয়েছে। ‘ধূমপান মুক্ত বাংলাদেশ চাই’ স্লোগানে শতাধিক নারী পুরুষ এ মানববন্ধনে অংশ নেয়। তাদের প্রত্যাশা, ২০৪০ সালের মধ্যে ধূমপান মুক্ত বাংলাদেশ গড়ে তুলবে ।
‘ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির চেয়ারম্যান, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহেল আরমান এর নির্দেশে ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল গফুর এর সভাপতিত্বে ৩১ শে মে সোমবার বগুড়ার সাত মাথায় এ মানববন্ধন ও র্র্যলী পালিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির বগুড়া জেলা শাখার উপদেষ্টা সাইফুল ইসলাম, ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির গাবতলী মডেল থানার সভাপতি আরব হাসান,নন্দীগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ,সহ-সভাপতি শাহীন আলম (সাজু) সাংগঠনিক সম্পাদক সবুজ আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা কেয়া পারভীন, গাবতলী মডেল থানার সাধারণ সম্পাদক আবু সাঈদ শান্ত,নন্দীগ্রাম উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আলমগীর জাহান,নন্দীগ্রাম উপজেলা শাখার প্রচার সম্পাদক মোঃ রাসেল আহমেদ, গাবতলী মডেল থানার ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাগদাদী প্রমুখ।