বগুড়ায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে শিবগঞ্জ মহাস্থান এলাকার মাহীসওয়ার ডিগ্রি কলেজের প্রধান গেটের সামনে থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যাক্তির আনুমানিক বয়স ৫৫ বছর বলে জানিয়েছেন পুলিশ।
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের শরীরে কোনও আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করে যাচ্ছে। এছাড়া এ ঘটনায় শিবগঞ্জ থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।