বগুড়া কাহালু উপজেলায় ২০ জুন রবিবারে সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের আওতায় ভূমি ও গৃহহীনদের জন্য নির্মিত সারা দেশে ২য় পযার্য়ে ৫৩ হাজার ৩শ ৪০টি পরিবারকে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে জমি সহ গৃহ প্রদান করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা হলরুমে কাহালুতে এ ভার্চ্যুয়াল অনুষ্ঠানে উপস্হিত ছিলেন কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান, কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ লালু, কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন, কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হেলাল উদ্দীন কবিরাজ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কাহালু উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জাহিদ হাসান, সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প অফিসার মোঃ আব্দুল জব্বার, পাইকড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠু চৌধুরী, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদেরুজ্জামান খান বদের, মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মর্জিনা খাতুন,কাহালু উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক মোঃ মাকসুদর রহমান, কাহালু প্রেসক্লাবের সভাপতি মোঃ মুনসুর রহমান তানসেন, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ কুতুবশাহাবউদ্দিন বাবু।
উল্লেখ্য যে, ১ম পযার্য়ে কাহালু উপজেলার ৯ টি ইউনিয়নে ৭৭টি ও ২য় পর্যায়ে ৩০টি মোট ১০৭ টি বাড়ী গৃহহীনদের মাঝে প্রদান করা হয়।