English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

বগুড়ার কাহালুতে বিদ্যুৎ বিভ্রাট: অতিষ্ট গ্রাহক

- Advertisements -

বগুড়ার কাহালু উপজেলা বেশ কিছুদিন ধরে নর্দান ইলেকট্রিকসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড (নেসকো) এর বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট বিভিন্ন শ্রেণীর গ্রাহক। চাহিদা মাফিক এখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও সেই সুবিধা পাচ্ছেনা গ্রাহকরা। গত রবিবার অনন্ত প্রায় ৮ বার বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে এখানে।

প্রায়ই এইভাবে বিদ্যুতের ভেলকিবাজীতে প্রয়োজনীয় কাজকর্ম করতে গিয়ে নানা সমস্যায় পড়ছেন গ্রাহকরা। বিদ্যুৎ যাওয়া আসার ঘটনায় অনেকের মুল্যবান জিনিসপত্র বিকল হয়ে যাচ্ছে। যান্ত্রিক সভ্যতার যুগে এখন প্রায় সকল কাজেই বিদ্যুৎ ব্যবহার হয়। বিদ্যুৎ বিভ্রাটে কল-কারখানা, বিভিন্ন অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়ির কাজে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।

কাহালুর উলট্ট এলাকার বিদ্যুৎ গ্রাহক মাকসুদুর রহমান জানান, নানা অজুহাতে দেখিয়ে নেসকো এখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে। কাহালু টিএনটির পার্শ্বের গ্রাহক শাহ আলম জানান, ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের ইলেকট্রিক জিনিসপত্র নষ্ট হওয়ার পথে। কাহালু পৌর সদরের একাধিক ব্যবসায়ী, চাউলকল মালিকসহ বিভিন্ন শ্রেণীর গ্রাহক ক্ষুব্দ হয়ে জানান, বর্তমান সরকার বিদ্যুৎ সেক্টরে অনেক ভালো কাজ করলেও শুধু বিদ্যুৎ বিভাগের লোকজনের দায়িত্বহীনতায় সরকারের বদনাম হচ্ছে।

নেসকো দুপচাঁচিয়া অফিস সুত্রে জানা গেছে তাদের অধীনে দুপচাঁচিয়া ও কাহালু উপজেলায় আবাসিক, শিল্প কারখানা, সেচ, ক্ষুদ্র শিল্প ও বাণিজ্যিকসহ বিভিন্ন শেণীর মোট গ্রাহক রয়েছে ২৯ হাজার। এই গ্রাহকদের বিদ্যুৎ চাহিদা ২০ থেকে ২৩ মেগাওয়ার্ট। চাহিদা মোতাবেকই সেই বিদ্যুৎ দেওয়া হয়। অথচ চাহিদা মোতাবেক বিদ্যুৎ নেসকো পেলেও গ্রাহক তাদের চাহিদা মোতাবেক বিদ্যুৎ পাচ্ছেনা। প্রতিনিয়ত বিদ্যুৎ বিভ্রাটে এখানে বিদ্যুৎ সরবরাহ অনেক সময় বন্ধ রাখা হয়।

গ্রাহকদের প্রশ্ন এখানে চাহিদা মোতাবেক বিদ্যুৎ দেওয়া হলেও যে, সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে, সেই বিদ্যুৎ কোথায় যায়। নেসকো দুপচাঁচিয়া অফিসের নির্বাহী প্রকৌশলী মোসাদ্দেক কবির জানান, গ্রাহকের চাহিদার মোতাবেক বিদ্যুৎই আমরা পাই। কিন্তু বজ্রপাত, ঝড়-বৃষ্টি ও বাঁদুর পড়ার কারণে লাইনের অনেক সময় সমস্যা হয়। যেখানে সমস্যা হয় সেখানে আমাদের লোকজন দ্রুত মেরামত করবার চেষ্টা করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন