বগুড়া হাইওয়ে পুলিশ রিজিয়ন পরিদর্শন করেছেন বাংলাদেশ হাইওয়ে পুলিশের এ্যডিশনাল ডিআইজি (অপারেশনস্-পশ্চিম) মুনতাসিরুল ইসলাম পিপিএম। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি এ পরিদর্শন করেন।
এ সময় তাকে ফুলের শুভেচ্ছা জানান হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন এর পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ্ (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী।
এরপর হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন এর বিভিন্ন অফিস পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করা হয়।
মতবিনিময়কালে তিনি বলেন, পুলিশের কার্যক্রমকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে প্রতিপালন করতে হবে। সেই সাথে ঢাকা-বগুড়া মহাসড়ক গতিশীল রাখতে হবে।