English

29 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
- Advertisement -

বগুড়া কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

- Advertisements -

বগুড়ায় নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে থাকা শহিদুল ইসলাম রতন (৫৫) নামে এক আওয়ামী লীগের নেতার মৃত্যু হয়েছে।

Advertisements

সোমবার (১১ নভেম্বর) রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

শহিদুল ইসলাম রতন বগুড়া সদর উপজেলার গোদারপাড়া দক্ষিণ পাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

Advertisements

জানা গেছে, শহিদুল ইসলাম রতন আগে থেকে অসুস্থ ছিলেন। তার ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা ছিল। সম্প্রতি কারাগারের মেডিকেল ওয়ার্ডে রাখা হয়েছিল তাকে। সোমবার বিকেলেও তাকে নেবুলাইজার দেওয়া হয়েছিল। পরে রাত ২টার দিকে মারা যান তিনি।

বগুড়া জেলা কারাগারের সুপার ফারুক আহমেদ বলেন, শহিদুল ইসলাম রতন এক মাস আগে নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন। আসার পর থেকে তিনি নিয়মিত চিকিৎসা পেয়েছেন। কিন্তু গতরাতে তার মৃত্যু হয়। সকালে তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন