English

17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

নাটোরে পার্কিং করা ৩ বাসে আগুন

- Advertisements -

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় পাটোয়ারী ফিলিং স্টেশনে পার্কিং করা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ফিলিং স্টেশনের সেলসম্যান নাজমুল হোসেন সমকালকে জানান, ভোর সাড়ে ৪টার দিকে জি.এম ট্রাভেলসের একটি বাসে আগুন দেখা যায়। পরে ফিলিং স্টেশনে কর্মরত অন্যরা ফায়ার সার্ভিসে খবর দেন। ইতোমধ্যে ওই বাসের পাশে দাঁড়ানো আরও দুটি বাসে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার স্টেশন কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নাজমুল আরও জানান, দুর্বৃত্তরা ফিলিং স্টেশনের পেছনের কলা বাগানের ভেতর দিয়ে এসে বাসে আগুন দিয়ে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিসিটিভির আওতার বাইরে হওয়ায় তাদের ভিডিও রেকর্ড হয়নি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আযম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুবৃর্ত্তরা এসব বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন