জয়পুরহাটের আক্কেলপুরে সেনাবাহিনী কর্তৃক ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১১১ পদাতিক ব্রিগেড কমান্ডার Afwc, Pscl এম খায়ের উদ্দীন।
শনিবার (৩১ জুলাই) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অসহায়, দুস্থ, বয়স্কসহ প্রায় ২০ জনের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, আটা, লবণ ও সাবান।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, সেনাবাহিনীর মেজর আসিফ, লে. কর্নেল শরীয়ত উদ্দীন প্রমুখ।
ত্রাণ গ্রহণকালে একজন শারীরিক প্রতিবন্ধী অশ্রুশিক্ত চোখে তাদের জন্য দোয়া করেন ও অন্যদের মধ্যে ফুটে ওঠে খুশির ছাপ।