জয়পুরহাটের আক্কেলপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে শাকিল আহম্মেদ(২৩) নামের এক যুবকের মৃত্যু। মৃত শাকিল আহম্মেদ উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চকবিলা গ্রামের আজমাইল হোসেনের পুত্র।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মৃত শাকিল আহম্মেদ জয়পুরহাট সরকারি কলেজে অনার্সে ব্যবস্থ্যাপনা বিভাগের পড়ুয়া ছাত্র। মাঠে গরু আনতে গিয়ে বিকেলে আনুমানিক সাড়ে ৪টায় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। মৃত শাকিল আহম্মেদ ২ ভাই ১ বোনের মধ্যে ছোট ও পরিবারের উপার্জনের একমাত্র সম্বল। মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান মৃত শাকিল আহম্মেদের বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।