English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

গড়মহাস্থান ৯নং ওয়ার্ডে স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী শফি ও ইউপি সদস্য বেলালের উঠান বৈঠক

- Advertisements -

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ২য় ধাপের ইউপি নির্বাচন ঘোষণার পর থেকেই সরগরম ১২নং রায়নগর ইউনিয়ন নির্বাচনী মাঠ। এই ইউনিয়নের এলাকাবাসী চায় স্বচ্ছ ক্লিন ইমেজের প্রার্থী। এরই ধারাবাহিকতায় রায়নগর ইউপি নির্বাচনের ক্লিন ইমেজ প্রার্থী চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি’র স্লোগানে গনজোয়ার তোলে এলাকাবাসী। সেই সাথে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী বেলাল হোসেন মন্ডলকেও নির্বাচিত করতে তারা নির্বাচন গণপ্রক্রিয়া ব্যক্ত করেন।

বুধবার রাত ৯টায় রায়নগর ইউনিয়নের গড়মহাস্থান ৯নং ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামে আলহাজ্ব মাওলানা মোঃ আমিনুর রহমান এর সভাপতিত্বে উঠান বৈঠকে নারী-পুরুষ ভোটাদের এই গনজোয়ার দেখা যায়। চেয়ারম্যান শফিকুল ইসলাম শফির বিজয় এখন শুধু সময়ের ব্যাপার বলে স্থানীয় ভোটারেরা মনে করেন। এবার ভোটারেরা স্বচ্ছ ক্লিন ইমেজের একজন ভাল মনের মানুষ শফিকে ভোট দিয়ে বিজয় করার আশা পোষণ করছেন।

উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে, চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম শফি বলেন, আমি নির্বাচিত হয়ে অল্প সময়ে প্রতিনিধত্ব করেছি৷ আমি কেমন ব্যক্তি আপনারা রায়নগর ইউনিয়নবাসী প্রত্যক্ষ করেছেন। গত নির্বাচনে আমি মানুষের সাথে মতবিনিময় করতে গেলে, হাতে হাত মিলাতে গেলে, অনেকেই আমাকে দেখে সরে যেত।

আর এখন আমার কর্মকান্ডে অনেকেই মুগ্ধ। আমার যাওয়ার কথা শুনে মানুষের ঢল নামে। সুন্দর সমাজ গড়ার অঙ্গিকার নিয়ে আমি আবারও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছি।

আশা করি বিপুল ভোটের ব্যবধানে জনগন আমাকে বিজয় করবে। একইভাবে নানা প্রতিশ্রুতি দেন ইউপি সদস্য প্রার্থী বেলাল হোসেন মন্ডল। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আলাউদ্দিন, আলহাজ্ব মোশারফ হোসেন, জহুরুল ইসলাম, বাবলু মিয়া, বেলায়েত হোসেন বেলাল, মাওঃ বেলাল হোসেন, শাহিনুর ইসলাম, রানা মিয়া, লিটন মিয়া, আক্কাস আলী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন