জয়পুরহাটের আক্কেলপুরে নবাগত ওসি সাইদুর রহমানের সঙ্গে প্রেসক্লাব আক্কেলপুরের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় আক্কেলপুর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি সাইদুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিক ও পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।
তিনি আইনশৃঙ্খলা রক্ষায় প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব আক্কেলপুরের সহ সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন- কোষাধক্ষ্য শাদমান হাফিজ শুভ, সাংগঠনিক সম্পাদক সকেল হোসেন, সদস্য নিশাত আনজুমান ও নুর ওয়ালিদ।