পাবনার সিংড়ায় আলো খাতুন নামে এক নববধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আলো আত্মহত্যা করেছেন বলে দাবি তার পরিবারের। তিনি উপজেলার বামিহাল দশোপাড়া গ্রামের আইয়ুব আলীর মেয়ে।
নিহত আলোর স্বজনরা জানায়, ঈদুল ফিতরের পরদিন (৪ মে) আলোর বিয়ে দেয় পরিবার।
এ বিয়েতে আলোর মত ছিল না। বিয়ের পর থেকে তিনি বাবার বাড়িতেই থাকতেন। গতকাল মঙ্গলবার রাতে ঘরে আলো খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়নাতন্তের রির্পোট পাওয়ার পর বিষয়টি জানা যাবে।