স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. সাব্রিনা ফ্লোরা লাইফ সাপোর্টে আছেন। আজ বৃহস্পতিবার রাতে এ কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম।
খুরশীদ আলম বলেন, ‘১০ মিনিট আগে ফ্লোরার স্বামীর সঙ্গে উনার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, ফ্লোরা বেঁচে আছেন। তবে লাইফ সাপোর্ট আছেন। ’ ডিজি দেশবাসীর কাছে ফ্লোরার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত মাসের শেষের দিকে কক্সবাজারে গেলে সেখানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সেব্রিনা ফ্লোরা। পরে রাজধানীর ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় গত ৭ আগস্ট সিঙ্গাপুরে নেওয়া হয় তাঁকে। ফ্লোরার অগ্ন্যাশয় ও পিত্তথলির কার্যকারিতা ঠিক রাখতে একটি অস্ত্রোপচার হয়েছিল।