রাউজানে পুকুরে ডুবে দুই দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো বোন। আজ বৃহস্পতিবার রাউজান সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব রাউজান গাজীপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই এলাকার মোহাম্মদ জানে আলম মনুর মেয়ে আনিছা আকতার (৬) ও মোহাম্মদ মাহাবুবুল আলমের মেয়ে সাকিবা আকতার (৬)।
স্থানীয় মেম্বার সাইফুদ্দিন ও প্রতিবেশী আবদুল আহমদ জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে দুই বোন ঘরের পাশের পুকুরে গোসল করতে যায়। অনেকক্ষণ না দেখে তাদের খুঁজতে থাকে পরিবারের সদস্যরা। একপর্যায়ে পুকুর থেকে দুই বোনের দেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।