রাজধানীর মালিবাগ উড়ালসড়কের নিচ থেকে সাহিদা ইসলাম মীম (৩২) নামে এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। এর আগে রাতে বন্ধুর সঙ্গে কফি খাওয়ার কথা বলে তিনি বাসা থেকে বের হয়েছিলেন বলে জানা গেছে।
সোমবার (৯ অক্টোবর) ভোরের দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মীম হাতিরঝিলের ৬১ নম্বর হোপকুঞ্জুর ওমর আলী লেনে মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার বাবার নাম মৃত. শেখ আবু সাইদ।
খবর পেয়ে রমনা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) আমেনা খানম।
পুলিশের এই কর্মকর্তা বলেন, কফি খাওয়ার কথা বলে সাহিদার এক বন্ধু তাকে ফোন করে ডেকে নিয়ে গিয়েছিলেন বলে পরিবারের ভাষ্য। এর চেয়ে বেশি কিছু বলতে পারেনি পরিবার।
রমনা থানা-পুলিশ বলেছে, ঘটনাটি কীভাবে ঘটেছে, কেন ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এসআই বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে মীম পেশায় একজন নৃত্যশিল্পী। তিনি বিভিন্ন ডান্স ক্লাবে এবং প্রোগ্রামে অংশ নিতেন। গত রাত ৮টার দিকে হাতিরঝিলের বাসা থেকে তিনি এক বন্ধুর সঙ্গে কফি খেতে বের হন।