লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) নবজাতককে উদ্ধার করে সদর থানার এসআই রফিকুল ইসলাম। এরপর সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
ডা. নেওয়াজ মোর্শেদ বলেন, সকালে নবজাতককে থানা পুলিশ এসে ভর্তি করিয়েছে। এখন শিশু ওয়ার্ডে সুস্থ আছে।
এদিকে শহরজুড়ে নবজাতক উদ্ধার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
সদর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, আমরা বাচ্চাটিকে চিকিৎসাধীন রেখেছি। নবজাতকের বাবা-মায়ের খোঁজ করছি।