English

23 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

ভাবিকে হারিয়ে বিজয়ী হলেন ননদ রাজিয়া সুলতানা পলি

- Advertisements -

বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভাবিকে হারিয়ে বিজয়ী হয়েছেন ননদ রাজিয়া সুলতানা পলি। পাথরঘাটা সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত আসনে ১ হাজার ৩৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

রবিবার তৃতীয় ধাপে পাথরঘাটা সদর ইউনিয়নের নির্বাচনে ১, ২ এবং ৩ নম্বরে সংরক্ষিত মহিলা ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন রাজিয়া সুলতানা পলি, আসমা আক্তার ও হাসি আক্তার। সূর্যমুখী ফুল প্রতীকের সুলতানা পলির বড় ভাইয়ের স্ত্রী হলেন তালগাছ প্রতীকের আসমা আক্তার। তারা সম্পর্কে ননদ-ভাবি হলেও নির্বাচনে ছিলেন একে অপরের প্রতিদ্বন্দ্বী।

ভাবিকে হারিয়ে ১ হাজার ৩৬১ ভোট পেয়ে বিজয়ী হন রাজিয়া সুলতানা পলি। আর আসমা আক্তার পান ৭৩৫ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসি আক্তার পেয়েছেন ১ হাজার ৯২ ভোট।

বিজয়ী রাজিয়া সুলতানা পলি বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি এখন জনগণের প্রতি দায়বদ্ধ। এলাকার নারীদের পারিবারিক নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে নবনির্বাচিত নারী ইউপি সদস্য কাজ করবেন বলে সাংবাদিকদের জানান।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন