খাগড়াছড়ি সরকারী কলেজের টয়লেটে কুড়িয়ে পাওয়া শিশুর দায়িত্ব রাঙামাটির লংগদু উপজেলার স্মৃতি বিকাশ চাকমাকে দিয়েছে আদালত।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) খাগড়াছড়ি নারী ও শিশু ট্রাইবুনাল আদালতের বিচারক আবু তাহের এ রায় দেন। এর আগে তিনি শিশুটির দায়িত্ব নিতে আগ্রহী ছয় জনের বক্তব্যের শুনানী করেন। পরে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা ও সমাজ সেবা অধিপ্তরের প্রবেশন অফিসার কৃত্তি বিজয় চাকমার বক্তব্য গ্রহন শেষে এ রায় দেন।
শিশুটি বর্তমানে হাসপাতালে রয়েছে। আদালতের রায়ের কপি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পৌঁছালে শিশুটিকে স্মৃতি বিকাশ চাকমার কাছে তুলে দেয়া হবে বলে জানিয়েছেন ডা. রিপল বাপ্পি চাকমা।
উল্লেখ্য, সোমবার (৬ সেপ্টেম্বর) খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রীদের কমন রুমের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়। এরপর তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। কোন গর্ভবতী মা টয়লেটের কমোডে প্রসব করে রেখে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।