কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দেড় মাস বয়সী এক শিশুর দেহে করোনা শনাক্ত হয়েছে। জ্বর ও সর্দি উপসর্গ নিয়ে গতকাল সোমবার বিকেলে হাসপাতালের শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। এরপর সেখানে করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
প্রিন্স নামের ওই শিশুটিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশু প্রিন্স কুষ্টিয়া শহরের স্টেশন রোড এলাকার ব্যবসায়ী মো. আকাশ হোসেনের ছেলে।
শিশুটির বাবা আকাশ হোসন জানান, দেড় মাসের সন্তান প্রিন্স কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। গতকাল তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে করোনা পজিটিভ আসলে তাকে করোনা ওয়ার্ডে নেওয়া হয়।
করোনা ওয়ার্ডের চিকিৎসক ডা. ইফতেখার হাসান জানান, দেড় মাসের শিশুর করোনা সংক্রমণের ঘটনা কুষ্টিয়ায় এই প্রথম। শিশুটির জ্বর ও সর্দি আছে। এর বাইরে তেমন কোনো উপসর্গ নেই।