রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বিষাক্ত পোকার কামড়ে আরোহি ছিদ্দিকা ইসপা নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ অক্টেবর) বিকেলে উপজেলার জাকির হোসেন স’ মিল সংলগ্ন মুরগির টিলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিজ বাসার কাছে খেলাধুলা করার সময় বিষাক্ত পোকা ইসপার হাতে কামড় দেয়। পোকার কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে কান্নাকাটি শুরু করে শিশুটি। এ সময় পাশে থাকা এক ব্যক্তি শিশুর হাতে থাকা পোকাটি নিয়ে ছুড়ে ফেলে দেযন। এর কিছুক্ষণ পরই শিশুটি মারা যায়।
শিশু ইসপার বাবা মো. ছিদ্দিক জানান, দ্রুত নতুন বাজারে পল্লিচিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জানাজা শেষে শিশুটিকে দাফন করা হয়।
নতুন বাজারের পল্লিচিকিৎসক সুমন দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষাক্ত কোনো পোকার কামড়ে শিশুটির মৃত্যু হয়েছে। এখানে আসার আগেই তার মৃত্যু হয়।