বাবার হত্যাকাণ্ডে কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামানকে গ্রেপ্তারের দাবি তুলেছেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। গতকাল শনিবার প্রয়াত এমপির বাসভবনের সামনে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক কর্মসূচিতে এই দাবি জানান তিনি।
প্রয়াতএমপির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চলার মধ্যে গতকাল সেখানে উপস্থিত হন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির আবিদুর রহমান।
তাকে উদ্দেশ করে ডরিন বলেন, ‘আমার বাবা ভারতে চিকিৎসা করাতে গিয়েছিলেন। কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামানের ভাই আখতারুজ্জামান শাহিন আমার বাবাকে কলকাতায় হত্যা করেছে। সেটা জানার পরও আপনারা সহিদুজ্জামানকে গ্রেপ্তার করেননি। তাকে আপনারা গ্রেপ্তার করুন।’
এদিকে আনার হত্যাকাণ্ডের পর সার্বিক পরিস্থিতি ও করণীয় নির্ধারণে বর্ধিত সভা করেছে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। গতকাল সন্ধ্যায় শহরের ভূষণস্কুল রোডের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আনারের খুনিদের ফাঁসির দাবিতে মাসব্যাপী উপজেলার সব ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় সব জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতারা মুমতারিন ফেরদৌস ডরিনকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে এমপি আনারকে সরকারিভাবে মৃত ঘোষণার পর গায়েবানা জানাজা করার সিদ্ধান্ত নেওয়া হয়।