ইনস্টাগ্রাম ও ফেসবুকের রিল ভিডিওকে মাদকের সঙ্গে তুলনা করেছেন বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে ভারতে থাকা লেখিকা তসলিমা নাসরিন। আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
তসলিমা নাসরিন ফেসবুকে লেখেন, রিল জিনিসটা খুব খারাপ। একটা রিলে ক্লিক পড়ল তো ব্যস, কয়েক ঘণ্টা কেটে যাবে একের পর এক রিল দেখতে দেখতে। এ অনেকটা ড্রাগের মতো, একবার নিলেবারবার নিতে হয়। রক্ত যেমন ড্রাগকে ডাকে, রক্ত রিলকেও ডাকে।
রিলের নেশা থেকে নিজেকে মুক্ত করতে না পারলে ক্রিয়েটিভিটি গোল্লায় যাবে। রিল ক্রিয়েটিভ মানুষের জন্য নয়। যাদের কাজ কম্ম নেই, সময়ের কোনো দাম নেই, ‘টাইম পাস’ করার জন্য টাইম খোঁজে, রিল তাদের জন্য ঠিক আছে।