ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী রেবা খাতুন (১৩) আইরন ট্যাবলেট খাওয়ানোর ২০ মিনিট পর অসুস্থ হয়ে পড়ে। সোমবার (২৮ মার্চ) দুপুরে তাকে ঝিনাইদহ সদর আনার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ওই ট্যাবলেট খেয়ে অসুস্থ হয় আরও ২ স্কুলছাত্রী। রেবা সদর উপজেলার উত্তর সমশপুর গ্রামের সাগর হোসেনের মেয়ে এবং ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
ওই স্কুলের প্রধান শিক্ষক মো. ইউসুফ আলি বলেন, রোববার (২৭ মার্চ) থেকে দেশব্যাপী কৈশরকালীন পুষ্টি নিশ্চিত করতে শিক্ষা অধিদপ্তর থেকে সরবরাহ করা আইরন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। প্রতিদিনের মতো রেবা সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে এলে তাকে আইরন ট্যাবলেট খাওয়ানো হয়।
এর কিছুক্ষণ পর সে অসুস্থ হয়ে পড়ে। বমি করতে থাকে। এরপর তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। সেখান অবস্থার অবনতি হলে পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। অসুস্থ অপর ২ ছাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে জেলার সিভিল সার্জন।