আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইল বাংলাদেশের ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হয়েছেন নায়ার ইসলাম। আগামী ২০২১-২০২২ পর্যন্ত (এক বছরের জন্য) তিনি এ পদে থাকবেন। এটির সর্বোচ্চ সম্মানীয় পদ এনআর। ১ জুলাই থেকে এ দায়িত্ব পালন করছেন তিনি। সারা দেশে ১১৪টি ইনার হুইল ক্লাব রয়েছে। এর সদস্য সংখ্যা চার হাজার।
ইন্টারন্যাশনাল ইনার হুইল একটি আন্তর্জাতিক সেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত নারীদের একটি সংগঠন। এটি ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডের ম্যনচেসটারে। এর মূলমন্ত্র হচ্ছে মূলত সারা বিশ্বে বন্ধুত্ব স্থাপন করা, বঞ্চিত নারী ও শিশুদের জন্য সেবা প্রদান করা এবং আন্তর্জাতিক সমঝোতা।
জাতিসংঘে এই প্রতিষ্ঠানটির নিজস্ব প্রতিনিধি রয়েছে। বিশ্বের ১০৪টি দেশে কাজ করছে ইনার হুইল যার সদস্য সংখ্যা এক লাখের বেশি।
১৭ বছর ধরে তিনি ইনার হুইল বাংলাদেশের বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করেছেন।