মাঘের মাঝামাঝি তীব্র শীতে কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা কুড়িগ্রামের জনপদ। বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, আজ সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলায় মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও দুই-একদিন বিরাজ করতে পারে। হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।
এদিকে সকাল থেকে তীব্র শীত থাকলেও সূর্যের উপস্থিতিতে ভোগান্তি কিছুটা কমেছে। উষ্ণতা নিতে সাধারণ মানুষ রোদ পোহাতে দেখা গেছে। বোরো ধান আবাদ শুরু হওয়ায় ঠান্ডা উপেক্ষা করেই মাঠে কাজ করছেন শ্রমজীবী ও কৃষকরা।