বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসে। হঠাৎ করে হিমেল হাওয়ায় পুরো জেলাজুড়ে শুরু হয়েছে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ।
এতে সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। নওগাঁর জেলার ১১ উপজেলায় সারাদিন সূর্যের দেখা মেলেনি। শীতবস্ত্রের অভাবে নিম্নআয়ের মানুষেরা কষ্ট পোহাচ্ছেন।
বদলগাছী আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর রিমন আহমেদ জানান, সবচেয়ে শীতলতম মাস জানুয়ারির প্রায় মাঝামাঝি এসে এই মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ শুরু হয়েছে বুধবার। এই শৈত্যপ্রবাহ আরো ২/৩ দিন থাকবে পারে। তবে জেলায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাই।