দেশের ৪ জেলায় বজ্রপাতে ৭ জন নিহত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে হবিগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও কুমিল্লা জেলায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে এসব মৃত্যু হয়। এছাড়া বজ্রপাতে আরও বেশ কয়েকজন আহত হয়েছে।
হবিগঞ্জের আজমিরীগঞ্জের শিবপাশা হাওরে ধান কাটার সময়ে বজ্রপাতে ২ শ্রমিক নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। এছাড়া জেলার নবীগঞ্জে বজ্রাঘাতে একজনের মৃত্যু হয়।
নিহতরা হলো— চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোহনবাগ গ্রামের মনিরুল ইসলাম (২২), একই এলাকার কপিল উদ্দিন (৪৫) এবং নবীগঞ্জ উপজেলার ৪নং দিগলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামের হিরু মিয়ার ছেলে শাহ আলম।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাইদুল হাসান স্থানীয়দের বরাত দিয়ে জানান, বুধবার দুপুরে একদল শ্রমিক জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হাওরে ধান কাটছিল। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত সৃষ্টি হলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, বনকাদিপুর গ্রামের পাশ্ববর্তী হাওর থেকে গরু বাড়ি ফেরার পথে শাহ আলম ঝড়বৃষ্টির কবলে পড়েন। একপর্যায়ে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এদিকে, গাজীপুরের কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কাপাসিয়া উপজেলার ভূলেশ্বর এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে কৃষক ইফাজ উদ্দিন (৬৫) ও কালীগঞ্জ উপজেলার টেক মানিকপুর এলাকার রজব আলীর ছেলে শুকুর আলী।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল বারিক জানান, দুপুরে ইফাজ উদ্দীন গরু আনতে মাঠে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান।
কালীগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন আলী জানান, কৃষক শুকুর আলী দুপুর মাঠে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।
এদিকে, নরসিংদীর রায়পুরায় ধান কাটার সময় বজ্রপাতে ইব্রাহিম হোসেন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষক ইব্রাহিম হোসেন নূরপুর গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, দুপুরে বৃষ্টির শুরু হওয়ার আগে মাঠে ধান কাটতে যায় কৃষক ইব্রাহিম। ধান কাটার সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ইব্রাহিম মাটিতে লুটিয়ে পড়েন। আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, কুমিল্লার দেবিদ্বারে ধান মাড়াইয়ের কাজ করার সময় বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আলেয়া বেগম (৪০)। তিনি ওই গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, বিকালে আলেয়া বেগম নিজের জমি থেকে ধান কেটে তা খেতেই মাড়াইয়ের কাজ করছিলেন। এসময় তার সঙ্গে পরিবারের অন্যরাও কাজ করছিলেন। এরপর হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। তবে এ ঘটনায় আর কেউ আহত হয়নি।
এছাড়া কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির উঠানে ধান শুকানোর সময় বজ্রাঘাতে তিন কৃষাণী আহত হয়েছেন।