বৃষ্টি শুরু হলে অফিস শেষে বের হওয়া মানুষদের ভোগান্তিতে পড়তে হয়। ঝড়-বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা এদিক-সেদিক ছুটতে থাকে।
এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার এক পূর্বাভাসে সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কমে আসবে তামপাত্রা।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
পরবর্তী দুই দিন বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।