ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মনিপুরের রাজধানী ইম্ফলের কাছাকাছি ইয়ারিপক এলাকা।
বুধবার বেলা ১১টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে।
ইয়ারিপক থেকে ৪৪ কিলোমিটার পূর্বে হওয়া এই ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
মণিপুরসহ ভারতের বেশকয়েকটি স্থানেও এটি অনুভূত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলাও কেঁপেছে ভূমিকম্পে।
ইউএসজিএস বলছে, দেশের চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিলেটসহ বেশ কয়েকটি স্থানে এর কম্পন টের পাওয়া গেছে।