English

23 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

আরেফিন মোস্তফা’র কথায় কাজী শুভর ‘জান পাখি’

- Advertisements -

খুব শিগ্রিই আসছে “সাইট্রাস ক্রিয়েশনস” এর ব্যানারে “জান পাখি” গানটি লিখেছেন আরেফিন মোস্তফা, ভয়েস দিয়েছেন এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পি কাজী শুভ, সুর করছেন এস ডি সাগর,এবং কম্পোজিশন করেছেন ওয়াহিদ শাহিন, গত ৩১ তারিখ পিয়াংকা শুটিং হাউস সহ অনন্য মনোরম পরিবেশে গানটির শুটিং শেষ হয়। গানটিতে ভিডিও ডিরেকশন দিয়েছেন সময়ের জনপ্রিয় তরুন ডিরেক্টর ‘ সাজিন খান ‘ মডেল অভিনেতা হিসেবে কাজ করেছেন ‘আসিফুর রহমান ( রিফাত)’ – অলিয়ান চৌধুরী ও রজনী বিশ্বাস, গানটি সম্পর্কে আরো যানতে চাইলে গীতিকার আরেফিন মোস্তফা বলেন এখন পর্যন্ত আমি মোট ১১৯ গান লিখেছি তার ভিতরে রিলিজ হয়েছে ‘লুকোচুরি’ ‘আসমানের পরি’ ‘ছলনাময়ী কন্যা’ সহ আরো বেশ কিছু গান তার ভিতরে আমি জান পাখি গানটাকে এগিয়ে রাখবো কারন এস ডি সাগর ভাইয়া অনেক সুন্দর সুর করেছেন আর কাজী শুভ ভাইয়ার কথা কি বলবো তিনি এক কথায় জোস গেয়েছেন, গানটি আশা করি আমার দর্শকদের মনে জায়গা করে নিবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন আরো ভালো ভালো গান আপনাদের উপহার দিতে পারি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন