English

29 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
- Advertisement -

২৮ বছরেও আমি পরিবারের মন জয় করতে পারিনি: পপি

- Advertisements -
কয়েকদিন ধরেই শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। তবে সিনেমার আলোচনা নিয়ে নয়, পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন তাঁর মাসহ পরিবারের সদস্যরা। বিষয়টি থানা পর্যন্তও গড়িয়েছে। তবে বিষয়টি নিয়ে একেবারেই চুপ ছিলেন চিত্রনায়িকা পপি। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ নিয়ে মুখ খুললেন এই চিত্রনায়িকা।

আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো একটি ভিডিও বার্তায় পপি বলেন, দীর্ঘ আঠাশ বছর চলচ্চিত্রের কাজ করেছি। অনেক সুনামের সাথে সম্মানের সাথে। কোটি কোটি দর্শকদের ভালোবাসা পেয়েছি। ইন্ডাস্ট্রির মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে।

ব্যর্থ মানুষ বলছি,সবার মন জয় করতে পারলেও দীর্ঘ আঠাশ বছর আমি যাদের জন্য কাজ করেছি যাদেরকে এই হাতে লালন পালন করেছি, তাদের কাছে আমি অযোগ্যের একজন মানুষ। তাদের মনমতো চলতে পারিনি।
তাদের মনের মতো করে নিয়ন্ত্রিত হতে পারিনি। আমি যখন ইনকাম করেছি দুহাতে দিতে পেরেছি, লুটাতে পেরেছি. তখন আমি পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম।
এখন দিতে পারি না হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী। যার কারণে আমি এখন তাদের কাছে গলার কাটা, শত্রু, অপছন্দ একজন মানুষ।
দীর্ঘ দুই দিন যাবৎ আমি আসলে দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে। কতটা হীন পরিচয় দিতে পারে। কত হিংস্র ব্যবহার করতে পারে । কত **** শব্দ ইউজ করতে পারে, সাথে আমার মিডিয়া তারাও আমার একসময় চলার পথের সঙ্গী হিসেবে কাজ করেছে। মিডিয়ার কাছ থেকে সবসময় আমি সহযোগিতা পেয়েছি, ভালোবাসা পেয়েছি, support পেয়েছি। কিন্তু আমার পরিবারের কয়েকটা মানুষের মিথ্যা কিছু কথাবার্তা মিথ্যা অভিনয় মিথ্যা নাটক মিথ্যা অভিযোগ বলার সাথে সাথে যে মানুষগুলো আমাকে সব থেকে বেশি চেনার কথা জানার কথা, সাপোর্ট করার কথা সেই মানুষগুলো আমার পরিবারের মানুষগুলোর কথা অনুযায়ী আমাকে ভুল ভাবে আমার দর্শকদের কাছে বলেন।
বাংলাদেশের মানুষের কাছে খুব বাজে ভাবে উপস্থাপন করেছে। তো এর থেকে দুঃখজনক আর হতে পারে না। যাদের জন্যই কাজ করেছি আজকে তারা কেউই আমার না।
এই জন্য হয়তো আল্লাহ বলেন, যার যার জীবন হিজ হুস হুসহুজ কেয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না।
মেন পয়েন্টে আসি, আজকে যে অভিযোগ করলো আমার মা আর বোন। খুবই স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম। এর পুরোটাই মিথ্যে এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে। আমি একজন শিল্পী মানুষ আমি কি ভূমি দস্যু? আজকে যাদেরকে আমি এই দুই হাতে ছোটবেলার থেকে লালন পালন করেছি। যাদেরকে আমি মানুষ করেছি। একটা সময় প্রত্যেকটা মানুষের সুন্দর সময় থাকে, নিজের জীবন উপভোগ করার সময়, সেই সময়টা আমি তাদের জন্য ব্যয় করেছি। তাদেরকে মানুষ করার জন্য।
আমি আমার ভাই বোনদেরকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি। দায়িত্ব পালন করেছি। নিজের ভবিষ্যৎ নিজের ভালো লাগা। অনেক কিছুই বাদ দিয়ে দিয়েছি। শুধু আমার ভাই বন্ধুদেরকে মানুষ করার জন্য কিন্তু এখন এসে দেখলাম মানুষ তো হয়নি হিংস্র কিছু পশুও বলবো না পশুর তোকৃতজ্ঞতা থাকেকিন্তু এদের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটুকুও নেই।
উপরের দিকে থুতু ফেললে তো নিচের দিকেই আসে কাদের নামে অভিযোগ করবো? অভিযোগ তো আসলে করে বাইরের লোকদের নামে। আর আমি যেহেতু আমার ভাই বোনদেরকে আমার বাবা মাকে অনেক ভালোবাসি যার কারণে আমার জীবনে আমি অনেক কিছু ফেস করেছি তাদের দ্বারা। নির্যাতিত হয়েছি। লাঞ্ছিত হয়েছি অপমানিত হয়েছি।
নিজের এই এত বছর যে ইন্ডাস্ট্রিতে ইনকাম করেছি তারা আমার সাথে বেইমানি করেছে। আমার সমস্ত অর্থআমার কাছ থেকে নিয়ে নিয়েছে। আমার টাকাতে কেনা সম্পত্তি কোন কিছুই আমার নামে ছিল না। আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল। এবং আমার গাড়ি শুধু আমার দেহটা ছাড়া আমার কোন কিছুই আমার ছিল না। সবকিছুই তাদেরআন্ডারে ছিল। হ্যাঁ. আমিও তাদের আন্ডারে ছিলাম।
একটা পর্যায়ে এসে যখন আমি জানতে পারলাম আমার পরিবারই আমার সাথে বেইমানি করেছে। আমাকে ঠকিয়েছে. আমার সবকিছু কেড়ে নিয়েছে। এগুলো জানার পর আমি চুপ ছিলাম।

এর আগে পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে ৩ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বোন ফিরোজা পারভীন।

জিডি সূত্রে জানা গেছে, পৈতৃক ৬ কাঠা জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি ৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজা পারভীনকে হুমকি দেন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন…

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন