তরুণ-প্রতিভাবান গায়ক ও সঙ্গীত পরিচালক প্রত্যয় খান। বাবা ও বড় ভাইয়ের পথ ধরে তিনি গানের ভুবনে এসেছেন। উপহার দিয়েছেন বেশ কিছু গান। এবারের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে প্রত্যয় নতুন একটি গান নিয়ে এসেছেন। যেটা তার শ্রোতাদের জন্য ভালোবাসার উপহার।
গানের শিরোনাম ‘চেয়ে দেখো’। দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।
‘রাত চলে গেছে কেটে গেছে কুয়াশা/ তবুও চাইছি আজও হারানো ভালোবাসা/ মেঘেরা সরে গেছে আকাশ যে খুব রঙিন/ তবুও খুঁজি তোমায় খুঁজি সেই মেঘলা দিন/’- এমন কথায় সাজানো গানটির কথা লিখেছেন সিয়াম সরকার জান। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন প্রত্যয় নিজেই।গানটির ভিডিও বানিয়েছেন প্রত্যয় খান। ভিডিওতে মডেল হয়েছেন আন্নুর খান নোলক ও প্রত্যয়।
হ্যাশট্যাগ ফিল্মসের ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটির সম্পাদনা করেছেন কাজল আরেফিন অনিক। সিনেমাটোগ্রাফি করেছেন সানি খান। ড্রোন পরিচালনা করেছেন সাদাত হোসেন। পুরো প্রোজেক্টটির সমন্বয় করেছেন ঈশা খান দূরে।
গানের ভিডিও লিংক-