English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

নিম্নমানের বিটুমিন আমদানি নিয়ে সংসদে হারুনুর রশিদের ক্ষোভ

- Advertisements -

দেশে নিম্নমানের বিটুমিন আমদানি করা নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। ভুয়া সনদ নিয়ে নিম্নমানের বিটুমিন আমদানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য অর্থবিল পাসের আগে এর উপর সংশোধনী ও জনমত যাচাই-বাছাইয়ের উপর আলোচনায় অংশ নিয়ে হারুনুর রশিদ এ ক্ষোভ প্রকাশ করেন।

এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অধিবেশনে উপস্থিত ছিলেন।

হারুনুর রাশিদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, রাস্তায় বিটুমিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গত একমাস ধরে পত্র-পত্রিকায় নিউজ হচ্ছে। ভুয়া সনদ নিয়ে দেশে নিম্নমানের বিটুমিন আমদানি করা হচ্ছে। আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি এ বিষয়টি দেখা উচিত।

‘তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। ভুয়া সনদ নিয়ে জাহাজ থেকে নিম্নমানের বিটুমিন খালাস করা হচ্ছে। কারা এই নিম্নমানের বিটুমিন আনছে। এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। ’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন