English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বৈশাখী টিভির বিশেষ আয়োজন

- Advertisements -

১৪ ফেব্রয়ারি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বৈশাখী টিভির বিশেষ আয়োজনে রয়েছে ২টি নাটক, ৩টি সিনেমা এবং বিশেষ সঙ্গীতানুষ্ঠান। ভ্যালেন্টাইনস স্পেশাল ‘বৈশাখী সকালের গান’-এ অংশ নেবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পুতুল। প্রচার হবে সকাল ৮ টা ২০ মিনিটে।

দুপুর ১.০০ মিনিটে রয়েছে চলচ্চিত্রের রোমান্টিক সব গান নিয়ে ভ্যালেন্টাইনস স্পেশাল ‘শুধু সিনেমার গান’। তানহা তাসনিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহ্ আলম।

দীর্ঘদিন পর ভালোবাসার গান নিয়ে বৈশাখী টিভির পর্দায় হাজির হবেন জননন্দিত কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস ও তার দল। ‘বৈশাখীর ভালোবাসার গান’ নামে অনুষ্ঠানটি প্রচার হবে সন্ধ্যা ৬.০০ টায়। রুকাইয়া জাহান চমকের উপস্থাপনায় যৌথভাবে প্রযোজনা করেছেন মামুন আব্দুল্লাহ ও রবিউল হাসান প্রধান।

রাত ৯.৩০ মিনিটে প্রচার হবে মিউজিক্যাল শো ‘গোল্ডেন সং’। যৌথভাবে অংশ নেবেন সিঁথি সাহা। নাটকের মধ্যে- রাত ৮টায় প্রচার হবে ক্লোজআপ কাছে আসার গল্পের নাটক ‘একদিন বৃষ্টিতে বিকেলে’। অনম বিশ্বাস পরিচালিত এতে অভিনয় করেছেন টয়া ও খায়রুল বাসারসহ অনেকেই। গল্প লিখেছেন- আবদুল্লাহ অর রাফি।

রাত ১০ টায় প্রচার হবে ভ্যালেন্টাইনস ডে’র বিশেষ নাটক ‘সেকেন্ড হানিমুন’। টিপু আলম মিলনের গল্পে জাকির হোসেন উজ্জলের চিত্রনাট্যে নাটকটিটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান। অভিনয় করেছেন, রাশেদ সীমান্ত, উর্মিলা শ্রাবন্তী কর, ওলিউল হক রুমি, দিপাসহ অনেকে।

৩টি সিনেমার মধ্যে সকাল ১০.০৫ মিনিটে প্রচার হবে ‘টাকার চেয়ে প্রেম বড়’। অভিনয়ে- শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর প্রমুখ।

বিকাল ২.৪৫ মিনিটে বাংলা সিনেমা: ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’। অভিনয়ে- রিয়াজ, শাবনূর, পূর্ণিমা, মিশা সওদাগর, রাজীব প্রমুখ।

রাত ১২.০০: মিনিটে ‘দুষ্টু ছেলে মিষ্টি মেয়ে’। অভিনয়ে- শাবনূর, শাকিল খান প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন