English

19 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

শুক্রবার প্রচারিত হবে দীপু হাজরার নাটক ইচ্ছে দহন

- Advertisements -

শুক্রবার রাত ৯টা ৩০মিনিটে এন টিভিতে প্রচারিত হবে নাটক “ইচ্ছে দহন”। আসাদুজ্জামান সোহেগের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, আব্দুন নূর সজল, সালাহ্ খানম নাদিয়া, এস এম মহসিন, মীর শহীদ, জিনাত রেহানা লুনা, মীর আলী, আরিয়ান ইভা, ফকির মাহমুদ জাকির, জলি আক্তার, সরকার আরিফুল ইসলাম, পপি আক্তার, শিশির আহমেদ, পিপুলী ইসলাম, আনিকা আফরিন প্রমুখ।
গল্পে দেখা যায় জামশেদের মূল ব্যবসা সে একজন নারী পাচারকারী, নানা কৌশলে গ্রাম কিংবা শহর থেকে দালালের মাধ্যমে ঢাকা নিয়ে এসে সেখান থেকে পাচার করে। এবার চোখ পড়েছে তারই অফিসের নাইট গার্ডের মেয়ে অন্তরার উপর। যদিও নাইট গার্ডের দ্বিতীয় স্ত্রীর মেয়ে। টাকার লোভে বাবার বয়সী লোকটিকে বিয়ে করতে হয় অন্তরাকে। কাবিন – নামা, বিয়ে সবই ছিলো সাজানো নাটক। বিয়ের পর তেমন সুখ ছিল না অন্তরার সংসারে। মূলত তাকেও পাচার করার জন্যই এমন গল্প সাজানো হয়েছে। বিষয়টি অন্তরা টের পায়। একদিন কাক ডাকা ভোরে বাড়ী থেকে পালিয়ে যায়। আচমকা উবার ড্রাইভার জোসেফের গাড়ীর উপর এসে পড়ে অন্তরা, ঘটে মারাত্মক দূর্ঘটনা। এ ভাবেই এগিয়ে চলে “ইচ্ছে দহন” নাটকের গল্প।
বিটুএ ভিশন প্রযোজিত নাটকটি শুক্রবার রাত ৯টা ৩০মিনিটে এন টিভিতে প্রচারিত হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন