বৈশাখী টিভির মিউজিক্যাল শো ‘তিব্বত লাক্সারী সোপ ‘গোল্ডেন সং’ অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী, উপস্থাপনা: আফরিন অথৈ, প্রযোজনা: লিটু সোলায়মান, প্যানেল প্রযোজক: মামুন আব্দুল্লাহ ও রবিউল হাসান সুজন। অনুষ্ঠানটি প্রচার হবে ১১ মার্চ রাত ৮ টায়।
দিনাত জাহান মুন্নী মূলত আধুনিক গানের শিল্পী। কিন্তু সব ধরনের গানেই তিনি অভ্যস্ত। কিছু শেকড় সন্ধানী গান নিয়ে হাজির হবেন তিনি। দিনাত জাহান মুন্নী বলেন, আল্লহর প্রতি অশেষ কৃতজ্ঞতা এখনো তিনি আমাকে গাইবার শক্তি দিয়েছেন।
দর্শকদের কথা মাথায় রেখে তাদের ভালো লাগা কিছু গান গাইব বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান বৈশাখীর ‘গোল্ডেন সং’ অনুষ্ঠানে। গানগুলো দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।