মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এটিএন বাংলায় শুক্রবার (২ এপ্রিল) প্রচারিত হবে স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতা। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে হাসান আহমেদ চৌধুরী কিরণ এর সঞ্চালনা ও পরিচালনায় স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজ্জামেল হক, এমপি।
ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে ছায়া সংসদের আদলে প্রতিযোগিতার বিষয়- স্বাধীনতার চেতনা বৃথা যায়নি। যুক্তি ও পাল্টা যুক্তির মধ্যে দিয়ে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশকে হারিয়ে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা বিজয়ী হয়। প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষকতা করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সহযোগী অধ্যাপক জোসিন্তা জিনিয়া, সাংবাদিক দৌলত আক্তার মালা, রোজিনা ইসলাম এবং পার্থ সঞ্জয়।