English

24 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

ঈদে রাশেদ সীমান্তর ৪ নাটক

- Advertisements -

আসন্ন ঈদুল আজহায় বৈশাখী টিভিতে প্রচার হবে রাশেদ সীমান্ত অভিনীত ৪ নাটক। এরমধ্যে দু’টি একক এবং দু’টি ৭ পর্বের বিশেষ ধারাবাহিক। গত ঈদুল ফিতরে টিপু আলম মিলনের গল্পে বৈশাখী টিভিতে প্রচারিত রাশেদ সীমান্ত অভিনীত ‘হাবুর স্কলারশিপ’ নাটকের অভাবনীয় সাফল্যের পর ঈদুল আজহার জন্য নির্মিত হয়েছে এ নাটকের সিক্যুয়াল ‘হাবুর স্কলারশিপ-২’।

রাশেদ সীমান্ত ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন তানজিকা আমিন, সায়কা আহমেদ, মাহা, শফিক খান দিলু, অলিউল হক রুমী এবং অস্ট্রিলিয়া প্রবাসী কয়েকজন। গত ঈদের সকল ধারাবাহিক নাটকের মধ্যে ইউটিউবে রাশেদ সীমান্তর এ নাটকটিই সবচেয়ে বেশি দেখেছেন দর্শকরা।

‘হাবুর স্কলারশিপ-২’ ছাড়াও অপর ধারাবাহিকটি হলো ‘বিজয়ের গল্প’। ইশতিয়াক আহমেদ রোমেলের পরিচালনায় এ নাটকে রাশেদ সীমান্তর বিপরীতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। দু’টি একক নাটকের মধ্যে টিপু আলম মিলনের গল্পে সুবাতা রাহিক জারিফের চিত্রনাট্যে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ-২। আল হাজেনের পরিচালনায় এ নাটকে আরো অভিনয় করেছেন তানজিকা আমিন, মৌসুমী হামিদ, আরফান আহমেদ, নরেশ ভূঁইয়া, রেশমী আহমেদসহ অনেকেই। অপর একক নাটকটি হলো, ‘লাইফ বয়’। সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে, মাবরুর রশীদ বান্নার পরিচালনায় এ নাটকের অন্য শিল্পীরা হলেন রোকাইয়া জাহান চমক, নরেশ ভূঁইয়া, আহসানুল হক মিনু প্রমুখ।

নাটকগুলো নিয়ে রাশেদ সীমান্ত বলেন ‘আমি চেষ্টা করেছি গল্পনির্ভর নাটকে অভিনয় করতে। প্রতিটি গল্পই আলাদা আলাদা বৈশিষ্ট্য নির্মিত এবং সমাজের জন্য আলাদা আলাদা মেসেজ বহন করে। হাসিঠাট্টার ছলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নাটকগুলোতে তুলে ধরা হয়েছে। জানি না কতটুকু ভালো করতে পেরেছি তবে দর্শক পছন্দ করলে সেটাই হবে আমার পরম পাওয়া’।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন