২৬ মার্চ স্বাধীনতা দিবসে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে নাটক, সিনেমা, গানসহ নানা আয়োজন। মামুন আব্দুল্লাহর প্রযোজনায় সকাল ৭টা ৪৫ মিনিটে দেশের গান নিয়ে প্রচার হবে ‘জন্মভূমি’। গান গাইবেন: জনপ্রিয় সব শিল্পী।
লিটু সোলায়মানের প্রযোজনায় সকাল ৮টা ২০ মিনিটে বৈশাখীর সকালের গানে অংশ নিবেন তিমির নন্দী ।
আলমগীর রাসেলের প্রযোজনায় দেশমাতৃকা নিয়ে রচিত পুরনো দিনের সিনেমার জনপ্রিয় সব গানের অনুষ্ঠান ‘মিউজিক এ্যালবাম’। প্রচার হবে সকাল ৯.১০ মিনিটে। যেসব সিনেমার গান প্রচার হবে তাহলো আবার তোরা মানুষ হ, আলোর মিছিল, অরুনোদয়ের অগ্নি সাক্ষী ও ওরা ১১জন।
স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘বীরাঙ্গনা’ প্রচার হবে রাত ১০টায়। টিপু আলম মিলনের গল্পে,
আনন জামানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। মিড এন্টারপ্রাইজের প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, রওনক হাসান, মনোজ প্রামানিক, রিয়া খান, মনির জামান, সানজিদা মিলা প্রমুখ।
স্বাধীনতা দিবসে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে দুই সিনেমা। সকাল ১০.০০ টায় প্রচার হবে ‘সিপাহী’। অভিনয়ে- মান্না, কাঞ্চন, চম্পা, আনোয়ার হোসেন প্রমুখ।
দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে ‘হাঙ্গর নদী গ্রেনেড’। অভিনয়ে- সোহেল রানা, সুচরিতা, অরুণা বিশ্বাস, দোদুল, রাজীব প্রমুখ।