English

26 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
- Advertisement -

বৈশাখী টিভির শারদীয় উৎসব

- Advertisements -

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫ অক্টোবর দশমীর দিন বিশেষ আয়োজন করেছে বৈশাখী টেলিভিশন। এ আয়োজনে থাকছে গান, নাটক, সিনেমাসহ নানা অনুষ্ঠান। রবিউল প্রধান সুজনের প্রযোজনায় পুজার প্রামাণ্যত্রি ‘বাংলার পুজা’ প্রচার হবে বিকেল সাড়ে ৫.০০টায়।

মামুন আব্দুল্লাহর প্রযোজনায় পুজার জনপ্রিয় মিউজিক ভিডিও নিয়ে সকাল ৭.৪৫ মিনিটে প্রচার হবে দেশের গান: জন্মভূমি।

সকাল ৮টা ২০ মিনিটে বৈশাখীর সকালের গানে অংশ নেবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাদশা বুলবুল। লিটু সোলায়মানের প্রযোজনায় তিনি গাইবেন দুর্গোৎসব সংশ্লিষ্ট জনপ্রিয় সব গান।
আলমগীর রাসেলের প্রযোজনায় সকাল ৯.১০ মিনিটে প্রচার হবে বাংলা চলচ্চিত্রে ব্যবহৃত পুজার জনপ্রিয় কিছু গান নিয়ে অনুষ্ঠান মিউজিক অ্যালবাম।

শাহ আলমের প্রযোজনায় তানহা তাসনিয়ার উপস্থাপনায় দুপুর ১টায় প্রচার হবে চলচ্চিত্রের জনপ্রিয় সব গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’।

রাত ৭.৫০ মিনিটে প্রচার হবে অনুপ বিশ্বাস এ্যান্ড ব্রাদার্স নিবেদিত বিশেষ অনুষ্ঠান ‘চট্টগ্রামের পুজা’।
রাত ১১.৫০ মিনিটে সরাসরি প্রচার হবে মিডিয়া পাড়ার বিশেষ সঙ্গীতানুষ্ঠান: ‘সবাই মিলে বাংলাদেশ’। সঙ্গীত পরিবেশন করবেন শারমিন ও সাগর।

ইরানী বিশ্বাসের রচনা ও পরিচালনায় রাত ১০.০০টায় প্রচার হবে দুর্গা পুজার বিশেষ নাটক ‘বিসর্জন’। অভিনয় করেছেন, আরমান পারভেজ মুরাদ, নাজনীন চুমকি, অর্চি স্পর্শীয়া, তানভীর ও খালেদা আক্তার কল্পনা।
এছাড়াও পুজা উপলক্ষে প্রচার হবে দুটি চলচ্চিত্র। সকাল ১০টা ১০ মিনিটে প্রচার হবে ‘বিরাজ বউ’। অভিনয় করেছেন ফারুক, ববিতা, রাজীব, আহমেদ শরীফ প্রমুখ।

দুপুর ২টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘চাপাডাঙ্গার বউ’। অভিনয় করেছেন শাবানা, বাপ্পারাজ, অরুণা বিশ্বাস, এটিএম শামসুজ্জামান প্রমুখ।

দুর্গা পুজার আয়োজন নিয়ে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, সম্পীতির এই বাংলাদেশে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার বসবাস। বাংলা সংস্কৃতিতে মিশে আছে প্রতিটি উৎসব। দুর্গাপূজাও তেমনি একটি- যা হিন্দু সম্প্রদায়ের এক মহোৎসব। এ উপলক্ষে বৈশাখী টিভি পর্দায় বর্ণাঢ্য তেমন আয়োজন না থাকলেও, যতটুকু করেছি তা দর্শকদের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন