শীতকে বিদায় জানানোর মধ্য দিয়েই বসন্ত বরণে চলছে ধুম আয়োজন। শীত চলে যাবে রিক্ত হস্তে, আর বসন্ত আসবে ফুলের ডালা সাজিয়ে। বাসন্তী ফুলের পরশ আর সৌরভে কেটে যাবে শীতের জরা-জীর্ণতা।
আর এই বিশেষ দিবসটিকে বরণ করে নিতেই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন “ফাগুনের রঙ”। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন জনপ্রিয় শিল্পী অণিমা রায় এবং কবিতা আবিৃত্তি করেছেন শিমুল মুস্তাফা।
ফাগুনের প্রকৃতির রঙ্গিন রুপ নিয়ে দুই শিল্পীর আলপচারিতার এবং তাদের গান ও কবিতা পরিবেশনার দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এছাড়া অনুষ্ঠানটিতে ফাগুনের গানের সাথে নৃত্য পরিবেশেন করেছন মাহবুব হোসেন’ আনন্দিতা খান এবং ফারহানা ইসলাম অনন্যা। এনামূল হকের প্রযোজনায় ১৩ ফেব্রুয়ারি সকাল ৮টায় একুশে টেলিভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি।