নাসিম রুমি: দিঘা এবং মন্দারমনির পরেই তাজপুর হল বাঙালির প্রিয় সমুদ্র সৈকত। আর নিরিবিলিতে সময় কাটানোর দিক থেকে প্রথম পছন্দ এটাই। হোটেল আর সমুদ্রের মাঝে যেখানে সবুজের সমাহার। সেই সবুজ পেরিয়ে হলুদ সৈকতের মধ্যে আসার পর লাল কাঁকড়ার খেলা আপনাকে মুগ্ধ করবেই। ক্লান্ত সপ্তাহের শেষে এক বা দুইদিনের শান্তি নিতে বাঙালির অন্যতম পছন্দ তাজপুর।
পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমায় দীঘার অনতিদূরেই তাজপুর সমুদ্রসৈকতের অবস্থান। কলকাতা থেকে তাজপুরের দুরত্ব মোটামুটি ১৮০ কিমি। দিঘার থেকে তাজপুর মাত্র ১৮ কিমি দূরে। পশ্চিমবাংলার বাঙালীর প্রিয় সব সমুদ্রের জায়গাগুলো এই অঞ্চলেই পরপর আছে।
যদি আমরা দিঘা তাজপুর অঞ্চলের ম্যাপ বুঝতে চাই, তাহলে পশ্চিমবঙ্গ থেকে ওড়িশার দিকে পরপর সমুদ্রের জায়গাগুলো হল যথাক্রমে বাঁকিপুট, জুনপুট, মন্দারমনি, তাজপুর মোহনা, তাজপুর, চাঁদপুর, শঙ্করপুর, দীঘা মোহনা, ওল্ড দীঘা, নিউ দীঘা , উদয়পুর, তালসারি (এটি ওড়িশার সমুদ্রসৈকত)। বকখালি এবং সেই সংলগ্ন সমুদ্রসৈকত আলাদাভাবে যেতে হয়।