প্রথম বাংলাদেশি হিসেবে ১৫৫ দেশ ভ্রমণের রেকর্ড গড়লেন নাজমুন নাহার। বাংলাদেশের পতাকা হাতে ১৫৫তম দেশ হিসেবে তিনি তাজিকিস্তান সফর করেন।
গত ২৯ মে তাজিকিস্তানে ‘পৃথিবীর ছাদ’ খ্যাত পামির মালভূমিতে লাল সবুজের পতাকা উত্তোলনের মাধ্যমে ১৫৫ দেশ ভ্রমণের এই ইতিহাস গড়েন তিনি।
দেশের পতাকা হাতে গত ২১ বছর ধরে তিনি পৃথিবী ভ্রমণ করছেন। এই দীর্ঘ ভ্রমণ পথে বহুবার জীবন সংকটে পড়লেও তিনি থেমে যাননি।
পিস টর্চ বিয়ার আর অ্যাওয়ার্ডসহ দেশে-বিদেশে নাজমুন ৫০টিরও বেশি সম্মাননা অর্জন করেছেন। এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের বহু গণমাধ্যমের শিরোনাম হয়েছেন। তিনি ১৪টি দেশ মাকে নিয়ে ভ্রমণ করেছেন। বাকিগুলো একাই। তিনি সুইডেনের লুন্ড ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রী লাভ করেন।
তার জন্মস্থান বাংলাদেশের লক্ষ্মীপুর সদরে।