নাসিম রুমি
নিরাপদ নিউজ: ভয়ঙ্কর করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের মার্চ মাস থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত পর্যটকদের দেশের এবং বিদেশের কোথাও কোন পর্যটন স্থানে ভ্রমণ করতে পারেননি। করোনার প্রভাব কিছুটা কমে আসলে পর্যটকরা ডিসেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অসংখ্য পর্যটক দেশের বিভিন্ন পর্যটন স্থানগুলো ভ্রমণ করেন। এর মধ্যে শ্রীমঙ্গল, সিলেট, সুন্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সাজেক,বান্দরবান, সেন্ট মার্টিন, চট্টগ্রাম ও কক্সবাজার অন্যতম।
কক্সবাজারে চলতি বছরের ১৪ই ফেব্রুয়ারি লাখো পর্যটকের আগমন ঘটেছে। অবশ্য বর্তমানে পুনরায় করোনার দ্বিতীয় ঢেউ চলছে এবং পর্যটকরা বেশ সচেতন হয়েছেন।ফলে কেউ সফরে যাচ্ছেন না। কক্সবাজারসহ অন্যান্য পর্যটন স্থানগুলি বর্তমানে ফাঁকা রয়েছে। উল্লেখ করা যেতে পারে করোনার কারণে পর্যটন শিল্পখাতে বিশাল ক্ষতি সাধিত হয়েছে।