নাসিম রুমি: মেঘ-পাহাড়ের লুকোচুরি আর টয় ট্রেন, রোপয়ের যাত্রা ও কাঞ্চনজঙ্ঘর সৌন্দর্য্য এই নিয়ে চির চেনা দার্জিলিং। দার্জিলিংয়ের মূল আকর্ষণ কাঞ্চনজঙ্ঘর আর দার্জিলিংয়ের কেন্দ্র বিন্দু হল ম্যাল।
সারাদিন সেখানে বঙ্গ পর্যটকের ভিড়। এ ছাড়াও দার্জিলিং দর্শন করার অনেক কিছু রয়েছে। এর মধ্যে টাইগার হিল, বাতাসিয়া লুপ, খুম মনাষ্টি, লয়েজান বটানিক্যাল গার্ডেন লেবং চা- বাগান এবং রক গার্ডেনর র্ঝনা অন্যতম।
দার্জিলিং আমি একবার, নয় তিনবার নয় পাঁচবারও নয়, এ পর্যন্ত ৯ বার ভ্রমন করেছি। দার্জিলিং সত্যিই আমাকে বারে বারে হাতছানি দেয়।
এখনই দার্জিলিং ভ্রমনের উপযুক্ত সময়। এখন কাঞ্চনজঙ্ঘর পরিস্কার ভাবে দেখা যাবে ম্যাল থেকেই। বর্তমানে ভারত সহ সারা বিশ্ব থেকে দার্জিলিংয়ে ভ্রমন পর্যটকরা করছেন। বিশেষ করে কলকাতার পর্যটকরা।
নাসিম রুমি– সাংবাদিক, লেখক ও পর্যটক।