যুক্তরাষ্ট্রের মেডিসন কিসের বিপক্ষে প্রথম সেট হেরে বসেছিলেন ভেরোনিকা কোদারমেটোভা। কিন্তু ২৫ বছর বয়সী এই রুশ সুন্দরী দাপটের সঙ্গে পরের দুই সেট জিতে ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডস্লামের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন।
শেষ আটে তাঁর প্রতিপক্ষ আরেক রুশকন্যা দারিয়া কাসাৎকিনা।